লংগদুতে প্রধানমন্ত্রীর উপহার (২য় পর্যায়) ঘর ও জমি পেলো ৯১টি গৃহহীন পরিবার

২১৭

।। ওমর ফারুক মুছা।।

মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান (২য় পর্যায়) আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্ধোধন করা হয়েছে। রবিবার (২০ জুন-২১) সকাল ১১.০০ঘটিকায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারাদেশে ৫৩ হাজার ৩ শত ৪০ পরিবারকে জমিসহ গৃহ প্রদান প্রদানের ২য় পর্যায় শুভ উদ্ধোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর অংশ হিসেবে রাঙামাটির লংগদু উপজেলাতে ৯১টি গৃহহীন পরিবারকে জমি ও গৃহের চাবি ও সনদ প্রদান করা হয়। লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত গৃহ প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইনুল আবেদীন এর সভাপতিত্বে ও পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লংগদু উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেক সরকার,

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, প্রানী সম্পদ কর্মকর্তা শুভাশীষ কর্মকার, লংগদু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন, সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানগন ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ এসময় উপস্থিত ছিলেন। লংগদু উপজেলার বিভিন্ন এলাকায় বরাদ্দকৃত ১শতটি ঘরের মধ্যে ৯১টি সমাপ্ত ঘরের সদন ও জমির কাগজ প্রধানমন্ত্রী’র উপহার হিসেবে সুফলভোগীদের হাতে তুলে দেওয়া হয়। নতুন ঘর ও জমি পেয়ে অত্যান্ত খুশি এসব ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃজ্ঞতা জানিয়েছেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।