লংগদুতে পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক দুই

২৪৪

মো.গোলামুর রহমান,

রাঙ্গামাটির লংগদু উপজেলায় লংগদু থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সহ দুই যুবক কে আটক করা হয়।

গতকাল মঙ্গল বার(২৩ আগস্ট) রাতে তাদেরকে মাইনীমুখ বাজার ইউপি কার্যলয়ের সামনের রাস্তা থেকে আটক করে পুলিশ।

লংগদু থানা পুলিশ সুত্রে জানাযায়, লংগদু থানার একটি টিম গোপন সংবাদের বৃত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অত্র লংগদু থানাধীন মাইনীমুখ ইউপির মাইনীমুখ বাজারের ইউনিয়ন পরিষদ এর সামনে রাস্তার উপর হতে আব্দুর রাজ্জাক ( রাজ), পিতা-মৃত আব্দুল হামিদ গুলশাখালী মোহাম্মদ পুর ও রিয়াদ হোসেন পিতা-মো: আব্দুল খালেক, রুসুলপুর উভয় ইউপি- গুলশাখালীর নিকট হতে ০৯(নয়) পিচ ইয়াবাসহ আটক করা হয়। পরবর্তীতে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

লংগদু থানা অফিসার ইনচার্জ আরিফুল বলেন, আমরা চাই লংগদু উপজেলা হোক মাদক মুক্ত একটি উপজেলা। মাদকের বিরুদ্ধে সর্বদা আমাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সকল প্রকার অপরাধ দমনে লংগদু থানা পুলিশ সর্বদা প্রস্তুত আছে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।