লংগদুতে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক যুবক

২১০

মো.গোলামুর রহমান

রাঙ্গামাটি লংগদু উপজেলার ভাসান্যদম ইউনিয়নের চাইল্যাতলী এলাকা থেকে গাজাঁ সহ আবু তাহের(৩৫) নামে এক যুবকে আটক করেছে লংগদু থানা পুলিশ।
বুধবার (২৫ জানুয়ারি) সকাল ১১টার সময় ৫নং ভাসান্যদম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জৈনক ইয়ামিনের পেয়ারা বাগানের সামনে রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার হয়।
লংগদু থানা পুলিশ সুত্রে জানাযায়,  আটকৃত যুবক আবু তাহের (৩৫), তিনি ৬নং মাইনীমুখ ইউনিয়নের ঢাকায়া টিলার মৃত নুরুল আলমের ছেলে। তিনি মাইনী এলাকা থেকে গাঁজা বিক্রির উদ্দেশ্যে চাইল্যতলী এলাকায় অবস্থান নেয়, পরে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনা স্থলে পুলিশ পৌঁছে, তাকে তল্লাশি করে ৩শত ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন বলেন, মাদক দ্রব্যসহ  সকল প্রকার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। আটকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করার প্রস্তুতি চলছে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।