লংগদুতে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণ

১৪১

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে লংগদু উপজেলার সাতটি ইউনিয়নের এক হাজার দুইশত জন জনসাধারণের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (১৯ জুন) লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ফজল গাছের চারা বিতরণী কার্যক্রমে লংগদু উপজেলা নির্বহী অফিসার মোঃ মাইনুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার জনসাধারণের মাঝে এসব ফলজ গাছের চারা বিতরণ করেন।

বিতরণকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য আব্দুর রহীম, লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যা আসমা আক্তার উপস্থিত ছিলেন। এতে জন প্রতি ৫টি করে বিভিন্ন জাতের ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।