লংগদুতে ‘ন্যাশনাল প্রোর্টাল’ বিষয়ক কর্মশালা

১১৫

:আলোকিত লংগদু ডেক্স:

রাঙামাটির লংগদুতে উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরে কর্মরত সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ‘ন্যাশনাল প্রোর্টাল’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে ও এসপায়ার টু ইনোভেট (এ টু আই) প্রোগ্রাম এর সহযোগিতায় উপজেলা হর্টিকালচার ট্রেনিং সেন্টার মিলানয়তনে একর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনুল আবেদীন এর সঞ্চালনায় কর্মশালায় অনলাইনে রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন. এ টু আই প্রোগ্রামের প্রকল্প পরিচালন (যুগ্ন সচীব) ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, এ টু আই এর প্রোগ্রামার বিপুল বণিক ও সহকারী প্রোগ্রামার শ্যাম ঘোষ। এসময় সকল কর্মকর্তা ও কর্মচারীগণ এতে উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।