লংগদুতে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

0 ৫৭

গোলামুর রহমান।।

নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের বিচার নিশ্চিতের দাবিতে লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গুলশাখালী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।

মঙ্গলবার ( ১১ মার্চ) বিকেল ৪টায় চৌমুহনী বাজারের মুল সড়ক গুলো বিক্ষোভ মিছিল সহকারে প্রদক্ষিণ করে মোটরসাইকেল স্টেশন ও রেন্ডি গাছ সংলগ্ন তিন রাস্তা মোরে এসে গুলশাখালী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে ঘন্টাব্যাপি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে অংশনেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ স্থানীয় জনসাধরণ। এসময় ধর্ষণকারীদের দ্রুত আইনের
আওতায় এনে সর্বোচ্চ বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় সমাবেশকারীরা। বিক্ষোভ মিছিলের লোকজন জানান, দেশে বিচারহীনতার চর্চা চলতে পারে না, কোন ধর্ষকের ঠাই এদেশের মাটিতে
হতে পারে না। যদি বিচার বিভাগ সঠিক ভাবে বিচার না করে তবে দেশে ধর্ষণের মত ন্যাক্কার জনক কাজ আশংকা জনক হারে বৃদ্ধি পাবে।নারীর নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকবে পরিবার পরিজন।

এমন ঘটনার আগেই যেখানে নারী নির্যাতনের ঘটনা ঘটবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। নারী-শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তরা।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।