লংগদুতে নবাগত সহকারী কমিশনার (ভূমি) যোগদান

২১৭

 

: আলোকিত লংগদু ডেক্স :
রাঙামাটির লংগদু উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে জনি রায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে যোগদানপত্র জমা দিয়ে কাজে যোগদান করেছেন।
বুধবার, লংগদু উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) জনি রায়কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
সহকারী কমিশনার (ভূমি) জনি রায় জানান, তিনি এর পূর্বে বিভাগীয় কমিশনার চট্টগ্রামে ন্যাস্ত ছিলেন।
এসময় উপজেলা বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, ইউপি চেয়ারম্যানগন ও আইন শৃঙ্খলা কমিটির নিয়মিত সদস্যগন এতে উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।