লংগদুতে নবগঠিত জেলা পরিষদের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
গোলামুর রহমান লংগদু
রাঙ্গামাটির দূর্গম উপজেলা লংগদুতে নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের দুই সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। লংগদু উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২৪ নভেম্বর, রবিবার সকাল ১০টায়।
লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ লংগদু উপজেলা শাখা এবং লংগদু উপজেলার জনগণের যৌথ উদ্যোগে আয়োজন করা এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন মো. আনিসুর রহমান। সভাপতিত্ব করেন লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের প্রভাষক মো. হারুন অর রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লংগদুর কৃতি সন্তান মো. মিনহাজ মুরশিদ (লংগদু উপজেলা সদস্য) এবং মো. হাবিব আজম (রাঙ্গামাটি সদর উপজেলা সদস্য)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাইনীমুখ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ফেরদৌস আলম, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহম্মদ, এবং মাইনীমুখ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মীর রফিকুন্নেছা চৌধুরী।
অন্য বক্তাদের মধ্যে ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নুরে আলম, ইবনে সিনা হাসপাতালের প্রকল্প সমন্বয়ক মো. সাইফুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা মো. নাছির উদ্দীন, এবং বিএনপির লংগদু উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সংবর্ধিত অতিথি মো. মিনহাজ মুরশিদ তার বক্তব্যে বলেন,
“এই উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা পেয়ে আমি অভিভূত। আমরা আর পিছিয়ে থাকতে চাই না, আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভব নয়। জ্ঞানে ও গুণে উন্নত জাতির সাথে প্রতিযোগিতায় টিকে থাকার যোগ্যতা অর্জন করতে হবে।”
মো. হাবিব আজম তার বক্তব্যে বলেন,
“লংগদু উপজেলাকে উন্নত ও সমৃদ্ধশালী করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। আগামী দিনে লংগদু উপজেলা পার্বত্য অঞ্চলের একটি মডেল হিসেবে গড়ে উঠবে। এ লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা প্রয়োজন।”
অনুষ্ঠানে বক্তারা রাঙ্গামাটির যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত নানিয়ারচর সড়কের নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানান। পাশাপাশি, বৈষম্যহীন নিয়োগ পদ্ধতি প্রবর্তনের জন্য জেলা পরিষদকে আহ্বান জানান। তারা তরুণ ও প্রবীণ প্রজন্মের সমন্বয়ে সুন্দর ও উন্নত সমাজ গঠনে সকলে একযোগে কাজ করার আহ্বান জানান।
এ সময় বক্তারা বলেন,
“আমাদের সন্তানদের সুশিক্ষিত করে তুলতে হবে, কারণ ভবিষ্যতের উন্নয়ন তাদের হাতেই নির্ভর করছে।”
অনুষ্ঠানটি লংগদু উপজেলার জনগণকে ঐক্যবদ্ধ করে এলাকার উন্নয়নে নতুন প্রত্যয় জাগিয়ে তুলেছে।