লংগদুতে নতুন বছরের নতুন বই পেয়ে খুশি ছাত্র ছাত্রীরা

১১১

লংগদুতে নতুন বছরের নতুন বই পেয়ে খুশি ছাত্র ছাত্রীরা

।। আলোকিত লংগদু ডেক্স ।।
নতুন বছরের প্রথম দিনে রাঙামাটির লংগদুতে ছাত্র ছাত্রীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) সকালে উপজেলা সদরে তিনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়, রাবেতা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, মাইনীমুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়, গাঁথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে বই বিতরণের উদ্বোধন করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মাইনুল আবেদীন।
এসময় লংগদু উপজেলা শিক্ষা অফিসার এম কে ইমাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারে ইন্সট্রাক্টর মোঃ মোস্তাফিজুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটি, বিদ্যালয়ের শিক্ষকগণ, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

এছড়া উপজেলার ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৮ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি সরকারি উচ্চ বিদ্যালয়, ৯টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি জুনিয়র হাই স্কুল, ৩টি দাখিল মাদ্রাসা, ৭টি সতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা সহ বিভিন্ন গনশিক্ষা সমূহে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।