লংগদুতে নতুন করে ঘর পেল ৮৩ পরিবার

১২৪

মো.গোলামুর রহমান,

সারাদেশে ন্যায় রাঙ্গামাটির লংগদুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর আনুষ্ঠানিক ভাবে বুঝে পেল ৮৩টি পরিবার।

লংগদুতে এই পর্যন্ত প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্ধ হয়েছে ৩২০টি,তার মধ্যে আজ পর্যন্ত ঘর বুঝে পেয়েছে ৮৩টি পরিবার সহ মোট ২৮৮ জন গৃহহীন ও ভূমি হীন অসহায় পরিবার। বাকী ৩২টি ঘরের কাজ চলমান রয়েছে,দ্রুত কাজ শেষ করে উপকারভোগীদের হাতে বুঝিয়ে দেওয়া হবে।

বুধবার সকাল ১০ টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরী মিলায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমানের সভাপতিত্বে, এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ৮৩ টি পরিবারের মাঝে জমির কাগজ,ঘরের চাবি তুলে দেয়।

এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় সিরাজুল ইসলাম ঝান্টু,আনোয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী শামসুল আলম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, লংগদু থানার ওসি তদন্ত মো. সানজিদ আহমেদ,সহ উপকারভোগী সহ অনেকেই।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।