লংগদুতে তারুণ্যে”র উৎসব উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুদান প্রদান

0 ৮৬

আরাফাত হোসেন বেলাল।

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই “এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির লংগদু উপজেলায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা ও তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ ফ্রেবুয়ারি)সকাল ১০ টায় লংগদু  উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কমিটির উদ্যোগে   উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে তারুণ্যের উৎসব প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে কবিতা আবৃতি, গান ও জুলাই/২৪ বিপ্লবের বিষয়ে উন্মুক্ত প্রতিযোগিতা আয়োজন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও উপজেলা সমাজকল্যাণ কমিটি কর্তৃক এককালীন অনুদান বিতরণ করা হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে, অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন লংগদু থানা অফিসার্স ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, সমাজ সেবা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ বিভিন্ন স্কুল কলেজের অংশ গ্রহণ কারী শিক্ষার্থী ও অন্যান্য অতিথিরা এসময় উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ বলেন, যুব সমাজই ভবিষ্যতের পথপ্রদর্শক,  তরুণ সমাজকে কারিগরি শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আগ্রহী করে তুলতে হবে এবং ঐক্যবদ্ধভাবে জাতি গঠনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, একটি বৈষম্যবিহীন সমাজ বিনির্মানে তারেণ্যে উৎসব ২০২৫ তরুণ ও যুব সমাজের মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করবে, তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকাশ করবে, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ প্রচার করবে এবং পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধি করবে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।