লংগদুতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন

২০৪

লংগদুতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন

।। আলোকিত লংগদু ডেক্স ।।
” মুজিববর্ষের সফলতা দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের আয়োজনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ), উপজেলা পরিষদের প্রান্ত থেকে দূর্যোগ প্রস্তুতি দিবসের রেলী বের হয়ে প্রধান সড়ক ঘুরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হোসেন।
এসময় বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন কর্মকর্তা, হেডম্যান ও কার্বারীগন উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।