লংগদুতে জাতীয় কন্যা শিশু দিবস পালন
।। আলোকিত লংগদু ডেক্স ।।
সময়ের অঙ্গীকার কন্যা শিশুর অধিকার এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে লংগদুতে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় রেলী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (০৪ অক্টোবর) লংগদু উপজেলা পরিষদের প্রান্ত থেকে রেলী বের করা হয়। রেলীটি উপজেলা সদরে প্রধান সড়ক ঘুরে এসে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন লংগদু উপজেলার ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম।
এসময় বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন হস্তশিল্প প্রশিক্ষণরত মহিলা প্রশিক্ষণার্থীগন উপস্থিত ছিলেন।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।