লংগদুতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের র্র্যালি ও আলোচনা সভা

২২৪

লংগদুতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের র্র্যালি ও আলোচনা সভা

।। আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদুতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে র্র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বৃহষ্পতিবার(৭এপ্রিল), লংগদু উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বেলা এগারটার সময় উপজেলা পরিষদ প্রান্থ থেকে র্র্যালী বের করা হয়। র্র্যালিটি উপজেলার প্রধান সড়ক ঘুরে এসে পরিষদ হলে আলোচনা সভায় মিলিত হয়।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইনুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
অন্যান্য অতিথির মধ্যে ব্ক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, রাঙামাটি জেলা পরিষদের সদস্য আছমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু।
এছাড়াও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব ইলাহী, উপজেলা উপসহকারী প্রকৌশলী সাইফুল আজিজ নাদিম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের সভাপতি তানিয়া আফরোজ হাওয়া, সাবেক কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান মোস্তফা মিয়া সহ বিভিন্ন কর্মকর্তা ও গণ্যমান্যব্যাক্তি, জনসাধারণ এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।