লংগদুতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২৩ উদযাপন

২৩৭

আলোকিত লংগদু ডেস্কঃ

মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” প্রতিপাদ্যে রাঙ্গামাটির লংগদুতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২৩ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ১২ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে হতে র‍্যালী শুরু করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ প্রদক্ষিন করে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান এর সভাপতিত্বে “ এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, জেলা পরিষদের সদস্যা আসমা বেগম।

এছাড়াও উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। উক্ত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ আগামী ১২,১৩ ও ১৪ মার্চ এই ৩ দিন চলমান থাকবে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।