লংগদুতে জাতির জনকের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
লংগদুতে জাতির জনকের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
।। গোলামুর রহমান ।।
রাঙ্গামাটির লংগদুতে যথাযোগ্য মর্যাদার সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে লংগদু
প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের র্র্যালি বের হলে
র্র্যালিটি প্রধান সড়ক ঘুরে বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে পুষ্পমাল্য অর্পণ
করে শ্রদ্ধা নিবেদন করে। এরপর উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা
সভা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইনুল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায়
প্রধান অতিথির ব্ক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল
বারেক সরকার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান এর সঞ্চলনায় বিশেষ
অতিথির হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, উপজেলা
মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অরবিন্দ
চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুভাশিষ কর্মকার, উপজেলা শিক্ষা
অফিসার এমকে ইমাম উদ্দিন, মুক্তিযোদ্ধা তৈয়ব আলী। এসময় বিভিন্ন
কর্মকর্তা সহ বিভিন্ন সংগঠন ও স্কুল মাদ্রাসার শিক্ষক, ছাত্র ছাত্রীরা
উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু এমন একজন ব্যাক্তি ছিলেন যার আত্মত্যাগের
মাধ্যমে আজ আমরা স্বাধীন একটি লাল সবুজের দেশ পেয়েছি। আজ সে জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী পালন করছি। এদিনে
তিনি ও তার পরিবারে যারা শাহাদাত বরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা
করছি।
শেষে জাতীয় শিশু দিবস উপলক্ষে বুধবার শিশুদের নিয়ে চিত্রাংকন ও রচনা
প্রতিযোগীতায় বিজয় অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।