লংগদুতে ছয় চাকার গাড়ীতে চাকায় পিষ্ট হয়ে চালকের মৃত্যু

১১২

।। আলোকিত লংগদু ডেক্স ।।

রাঙ্গামাটির ছয় চাকা গাড়ীর চাকায় পিষ্ট হয়ে চালকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যার আগে এঘটনা ঘটেছে। নিহত চালক উপজেলার রাঙ্গীপাড়া গ্রামের বাসিন্দা রমিজ মিয়ার ছেলে ফারক হোসেন (৩৫)।
স্থানীয়রা জানায়, ভাসান্যদম ইউনিয়নের চাইল্যাতলী এলাকার পাহাড় থেকে গাড়ী ভর্তি (লাকড়ী) গাছ নিয়ে আসার পথিমধ্যে উচু রাস্তায় উঠতে গেলে গাড়ীর চালক নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এসময় সে চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।
স্থানীয়দের সহায়তা চালক ফারুক মিয়াকে উদ্ধার করে স্থানীয় ইবনে সিনা হাসপাতালে নিয়ে যায়। পরে সখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ৮ টার সময় সে মৃত্যু বরণ করে।
গাড়ীতে থাকা সবাই লাফিয়ে পড়ে বেঁচে গেলেও দুর্ভাগ্য ক্রমে গাড়ীর চাকায় পিষ্ট হয়ে নিহত হন ফারুক মিয়া।
ইবনেসিনা (রাবেতা) হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আরিফুল ইসলাম বলেন, তাকে আশঙ্কাজনক অবস্থায় আমাদের এখানে নিয়ে আসে। তার মাথায়,বুকে এবং মেরুদণ্ডে মারাত্মকভাবে আহত হয়। তাকে জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেই। রাত ৮টার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।