লংগদুতে ছাত্রদলের জেলা সভাপতি সাব্বির’র জন্মদিন উদযাপন
।। লংগদু প্রতিনিধি ।।
জাতীয়তাবাদী ছাত্রদলের রাঙামাটি জেলা সভাপতি ও বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহামেদ সাব্বির এর জন্মদিন পালন করেছে লংগদু উপজেলা ছাত্রদল।
রবিবার, সন্ধ্যায় লংগদু উপজেলা প্রেসক্লাব মিলনায়তে কেক কেটে ও মিষ্টি বিতরণ করে জন্মদিন উদযাপন করা হয়।
উপজেলা ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তুহিনের সার্বিক ব্যবস্থাপনায় জন্মদিন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ হালিম, রাঙামাটি জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আরজ হোসেন সুমন সহ স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।
জন্মদিন অনুষ্ঠানে বক্তারা বলেন, ফারুক আহামেদ সাব্বির একজন নিবেদিত প্রাণ ছাত্রদল নেতা। যার নেতৃত্বে ছাত্রদল এখনো ঐক্যবদ্ধভাবে আছে। আগামী দিনের লড়াই সংগ্রামে সাব্বির ভাইয়ের নেতৃত্ব শক্তিশালী করতে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন বক্তারা।
এছাড়াও প্রিয় নেতার জন্মদিন উপলক্ষে কালাপাকুজ্যা ইউনিয়ন ছাত্রদল এবং মাইনীমূখ ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্টিত হয়।