লংগদুতে চিত্র অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
ও এফ মুছা
মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্র অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, (১৫ ডিসেম্বর) লংগদু উপজেলা সদরে সেনামৈত্রী বিদ্যা নিকেতন ক্যাম্পাসে চিত্র অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা প্রতিযোগিতায় অংশ নেয়।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এমকে ইমাম উদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার শওকত আকবর সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগন উপস্থিত ছিলেন।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানের সময় এই চিত্র অংকন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হবে বলে কর্মকর্তারা জানায়।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।