লংগদুতে গ্রামভিত্তিক ভিডিপি (১০দিন) মেয়াদী মৌলিক প্রশিক্ষণের সমাপনী

১০৮

।। আলোকিত লংগদু ডেক্স।।
রাঙামাটির লংগদু উপজেলার ভাইবোন ছাড়া গ্রামে গ্রামভিত্তিক ভিডিপি (১০দিন) মেয়াদী মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়েছে।
গতকাল বৃহস্পতিবার, উপজেলার ভাইবোন ছড়া প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মনজুর আলম মোরশেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বারেক সরকার। বক্তব্যে তিনি বলেন, প্রশিক্ষিত গ্রাম ভিত্তিক ভিডিপির সদস্যরা স্থানীয় ও জাতীয় নির্বাচন সহ এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
এতে ইউনিয়ন আনসার কমান্ডার, কোম্পানি কমান্ডার, হিল ভিডিপির পি সি, সদস্য, সদস্যাগণ এসময় উপস্থিত ছিলেন।
শেষে প্রধান অতিথি আবদুল বারেক সরকার প্রশিক্ষণ প্রাপ্ত ৩০ জন ভিডিপি সদস্য ও সদস্যার মাঝে সনদপত্র বিতরণ করেন।
#

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।