লংগদুতে গরু মোটাতাজাকরণে বিআরডিবি’র ঋণ সহায়তা
লংগদুতে গরু মোটাতাজাকরণে বিআরডিবি’র ঋণ সহায়তা
: আলোকিত লংগদু ডেক্স :
রাংগামাটি লংগদুতে গরু মোটাতাজাকরণ প্রকল্পের আওতায় ১৪জনকে ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ পল্লীউন্নয়ন বোর্ড (বিআরডিবি) লংগদু কার্যালয়।
বুধবার(১১নভেম্বর), উপজেলা সদরে বিআরডিবি কর্মকর্তার কার্যালয়ে কালাপাকুজ্জা ইউনিয়নের রশিদপুরের পল্লীপ্রগতি সমিতির পুরুষ দলের ১৪ জন সদস্যকে বিআরডিবি’র গরু মোটাতাজাকরণ প্রকল্পের আওতায় ৫ লক্ষ ৮ হাজার টাকা ঋণ সহায়তা দেয়া হয়।
উপজেলা পল্লীউন্নয়ন (বিআরডিবি) অফিসার বজল ইসলাম চৌধুরী উপস্থিত থেকে এ ঋণ সহায়তার নগদ টাকা বিতরন করেন।
এসময় একর্মসূচির গ্রাম সংঠক মোঃ সাইফুউদ্দীন সুজন ও পল্লীপ্রগতি সমিতির পুরুষ দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।