লংগদুতে গণটিকার দ্বিতীয় ডোজ চলছে

১১৭

সাকিব আলম মামুন, লংগদু (সদর)

রাঙামাটির লংগদুতে চলছে করোনা গণটিকার ২য় পর্বের কার্যক্রম। গত শনিবার (৭ আগস্ট) টিকার ১ম ডোজের ১ মাস পর আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা হতেই উপজেলার ৭টি ইউনিয়নের ৭টি কেন্দ্রে ভিড় জমাতে শুরু করে টিকা গ্রহণে উৎসুক জনসাধারণ। স্বাস্থ্যবিধি মেনেই টিকা গ্রহণে সরু লাইন করে দাঁড়ালে কিছু কিছু সময় লাইনে বিশৃঙ্খলা হলেই দেখা যায় আইন-শৃঙ্খলা বাহিনীদের তৎপরতা।

 

টিকা গ্রহণকারী জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, ইউনিয়ন পর্যায়ে টিকা গ্রহণের সুবিধা করে দেওয়ায় অনেকের টিকা নিতে সহজ হচ্ছে। টিকা নিয়ে অনেক ভালো লাগছে। আগামীতে ওয়ার্ড পর্যায়ে দিলে উপজেলার দূর্গম গ্রামের মানুষ গুলো আরো সুবিধা পাবে।

 

লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডাঃ অরবিন্দ চাকমা মুঠোফোনে জানান, করোনার গনটিকার ২য় ডোজ ৭ আগষ্টের দেওয়া নির্দিষ্ট কেন্দ্র সমূহতেই দেওয়া হচ্ছে এবং ৭টি ইউনিয়নের প্রতি ইউনিয়নে ৬’শত করে ৪ হাজার ২’শত ২য় ডোজ দেয়া হচ্ছে।

এদিকে, সকাল হতে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইনুল আবেদীন উপজেলার ইউনিয়ন ভিত্তিক গনটিকার কার্যক্রম পরিদর্শন করেছেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।