লংগদুতে কোভিড-১৯ টিকা গ্রহণ সংক্রান্ত জনসচেতনতামূলক র‌্যালী ও উদ্বুদ্ধকরণ সভা

২২০

।। লংগদু প্রতিনিধি ।।
“কোভিড-১৯ মোকাবেলায় আমি টিকা নিয়েছি, সুস্থ আছি। কোভিড-১৯ প্রতিরোধে আপনিও টিকা নিন, সুস্থ থাকুন।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদু উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে  কোভিড-১৯ টিকা গ্রহণ সংক্রান্ত জনসচেতনতামূলক রেলী ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (২৫ ফেব্রুয়ারি), লংগদু উপজেলা পরিষদের মাঠে আয়োজিত উদ্বুদ্ধকরণ

সভায় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ এহছান এর সভাপতিত্বে প্রধান অতিথি

হিসেবে বক্তব্য রাখেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনুল আবেদীন।

তিনি বলেন, কোভিড-১৯ টিকা এত সহজে উপজেলা পর্যায়ে এসেছে এটা সরকারের বিরাট সফলতা, এই টিকা আমি নিয়েছি কোন পার্শ্বপতিক্রিয়া নেই। তিনি সবাইকে টিকা নেওয়ার আহবান জানান এবং সবাইকে টিকা নেওয়ার জন্য নিবন্ধন করতে বলেন।

বিশেষ অতিথি ছিলেন লংগদু থানার ওসি (তদন্ত)  মোঃ জাকির হোসেন ও এস আই মহব্বত হোসেন।

সভা উত্তর উপজেলা আনসার ভিডিপি কার্যালয় থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজলার

প্রধান সড়ক ঘুরে এসে আনসার ভিডিপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় উপজেলার

আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাগন র‌্যালীতে অংশ গ্রহন করেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।