লংগদুতে কৃষক পর্যায়ে মাঠ দিবস ও পুনঃআলোচনা

২৫৬

লংগদুতে কৃষক পর্যায়ে মাঠ দিবস ও পুনঃআলোচনা

। আলোকিত লংগদু ডেক্স  ।।
রাঙ্গামাটির লংগদুতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরন(৩য় পর্যায়) প্রকল্পের আওতায় সরিষা(এসএমই) প্রদর্শনীর মাঠ দিবস ও (রিভিউ ডিসকাশন) পুনঃআলোচনা করা হয়েছে।
রোববার(৬মার্চ), লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত মাঠ দিবস ও পুনঃআলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম। উপজেলা কৃষি বিভাগের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির ব্ক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা বীজ প্রত্যয়ন অফিসার, মোঃ আবদুচ ছোবাহান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাংগামাটি জেলা শস্য,ডিএই, অতিরিক্ত উপ-পরিচালক আপ্রু মারমা।
,এসময় উপসহকারী কৃষি কর্মকর্তাগণ ও কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।