লংগদুতে কুষ্ঠ রোগীর ছেলে-মেয়েদরকে উপবৃত্তি প্রদান

১৬৯

লংগদুতে কুষ্ঠ রোগীর ছেলে-মেয়েদরকে উপবৃত্তি প্রদান

।। আলোকিত লংগদু ডেক্স ।।

রাঙামাটির লংগদু উপজেলায় কুষ্ঠ রোগীর ১৫ জন ছেলে-মেয়েদেকে উপবৃত্তি প্রদান করা হয়েছে।

রোববার, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল (বাংলাদেশ) পর্বত্য চট্টগ্রাম কুষ্ঠ নিয়ন্ত্রণ ও রিহ্যাবিলিটেশন প্রজেক্ট এর কর্যক্রমের আওতায় লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এর কার্যালয়ে এই উপবৃত্তি প্রদান করা হয়।
এতে বিভিন্ন এলাকার কুষ্ঠ রোগীদের ১৫ জন ছেলে-মেয়েদের হাতে উপবৃত্তি’র টাকা তুলে দেন ইউএনও মোঃ মাইনুল আবেদীন।
ইউএনও বলেন, কুষ্ঠ রোগ নিয়ে গাবড়ানোর কিছু নেই। নিয়মিত ওষধ খেলে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। কুষ্ঠ নিয়ে আতঙ্কিত না হয়ে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।
এসময় মাইনীমুখ ইউপি চেয়ারম্যান আব্দুল আলী, পর্বত্য চট্টগ্রাম কুষ্ঠ নিয়ন্ত্রণ ও রিহ্যাবিলিটেশন প্রজেক্টের লংগদু প্রতিনিধি কুহেলী চাকমা উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।