লংগদুতে কাজু বাদাম ও কপি চাষে কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ

১৫৫

লংগদুতে কাজু বাদাম ও কপি চাষে কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ

।। ও.এফ. মুছা ।।
রাঙামাটির লংগদু উপজেলায় কাজু বাদাম ও কপি চাষে সম্ভাবনাময় দেখা দিয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষে লংগদু উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।

শনিবার, লংগদু উপজেলা সদরে উপজেলা হর্টিকালসার সেন্টারের প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে উপজেলার সাত ইউনিয়নের ৬০ জন কৃষক কৃষাণী এ প্রশিক্ষণে অংশগ্রহন করেন।

লংগদু উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, কষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কষ্ণ প্রসাদ মল্লিক। ব্ক্তব্যে তিনি বলেন, লংগদু উপজেলার মাটি এবং আবহাওয়া কপি ও কাজু বাদাম চাষের জন্য খুবই উপযোগী। এটি একটি বাণিজ্যিক ভাবে চাষাবাদ করতে পারলে প্রচুর লাভবান হওয়া যাবে। এই ফল দুটি চাষে তেমন বেশি খরছ লাগে না। পার্বত্য এলাকায় কাজু বাদাম ও কপির উজ্জল সম্ভাবনাময় রয়েছে।

বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটির উপ-পরিচালক তপন কুমার পাল ও লংগদু হর্টিকালসার সেন্টারের কর্মকর্তা মোঃ মহিউদ্দিন।
এসময় উপজেলা সাত ইউনিয়নের কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।