লংগদুতে কপি ও কাজুবাদাম উৎপাদনে কৃষক, কৃষাণীদের প্রশিক্ষণ
আলোকিত লংগদু ডেক্স :
রাঙামাটির লংগদু উপজেলায় কফি ও কাজুবাদাম উৎপাদনে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এই দুটি ফল বাণিজ্যিকভাবে আবাদ করা গেলে বেশ লাভজনক হবে। এর বাজার চাহিদাও প্রচুর।
বুধবার, লংগদু উপজেলা হর্টিকালচার সেন্টারের উদ্যোগে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় ভাসাইন্যাদম ইউনিয়নের চাইল্যাতলীতে কপি ও কাজুবাদাম উৎপাদনে কৃষক/কৃষাণীদের প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক কৃষ্ণ প্রসাদ মল্লিক এতথ্য জানান।
এতে প্রশিক্ষণ প্রদান করেন, রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা তপন কুমার পাল, লংগদু উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা উদ্যান তত্ববিদ মোঃ মহিউদ্দিন।
এসময় চাইল্যাতলী এলাকার ৩০জন কৃষক ও কৃষাণী এই প্রশিক্ষণে অংশ গ্রহন করেন। শেষে প্রশিক্ষণ প্রাপ্ত কৃষকদের মাঝে কাজুবাদাম ও কপির চারা প্রদান করা হয়।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।