লংগদুতে ওজনে কম ও মূল্যতালিকা না থাকায় ২ ব্যাবসায়ীকে অর্থদন্ড

১৩৯

।। আলোকিত লংগদু ডেক্স ।।

রাঙামাটির লংগদুতে ওজনে কম ও দ্রব্যমূল্য তালিকা না থাকায় দুই ব্যাবসায়ীকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার বিকালে উপজেলার সার,তেল ও দ্রব্য মূল্য মনিটরিং কমিটির উদ্যোগে উপজেলার মাইনীমুখ বাজার ও বাইট্টাপাড়া বাজারে পণ্যের দ্রব্যমূল্য তালিকা, সারের স্টক ও তেলের মূল্য মনিটরিং করা হয়।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় এর নেতৃত্বে মনিটরিং কায়র্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

দ্রব্যমূল্য তালিকা না রাখা এবং তেলের পরিমান কম দেয়ায় ভ্রাম্যমাণ আদালতে একজন তেলের ব্যাবসায়ী একজন মুদি ব্যাবসায়ীকে ৪হাজার ৫শত টাকা অর্থদ্ন্ড প্রদান করা হয়।

এসময় লংগদু থানার উপপরিদর্শক (এস আই) আরকানুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ সদস্যগন মনিটরিং ও মোবাইল কোটের কাজে সহযোগিতা করেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।