লংগদুতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন
।। লংগদু প্রতিনিধি।।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসন।
বুধবার (১৭ এপ্রিল), লংগদু উপজেলা সদরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম।
এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, লংগদু থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী ও বীর মুক্তিযোদ্ধা মীর শাহনেওয়াজ।
এসময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি,বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক চিরভাস্বর অবিস্মরণীয় দিন। মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন আজ। ১৯৭১ সালের এই দিনে তত্কালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভা শপথ গ্রহণ করেন।