লংগদুতে উপজেলা পরিঃ পরিঃ কর্মকর্তা জ্যোতিষ বিকাশ চাকমার বিদায় সংবর্ধনা প্রদান

১৮৬

লংগদুতে উপজেলা পরিঃ পরিঃ কর্মকর্তা জ্যোতিষ বিকাশ চাকমার বিদায় সংবর্ধনা প্রদান

।। আলোকিত  লংগদু ডেক্স  ।।
রাঙামাটির লংগদুতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জ্যোতিষ বিকাশ চাকমা এর অবসর জনিত আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার (৬মার্চ), লংগদু উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জ্যোতিষ বিকাশ চাকমা সভাপতিত্ব করেন। সভায় কর্মকর্তা জ্যোতিষ বিকাশ চাকমার অবসরে যাওয়ার কারণে তাকে কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সেই সাথে জুরাছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং লংগদু উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদানকৃত রিমেন চাকমাকেও ফুলেল শুভেচ্ছা সহ সংবর্ধনা দিয়ে বরণ করে নেয়া হয়েছে।
এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।