লংগদুতে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যাকাত বিষয়ক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

0 ৮৩

মো.গোলামুর রহমান।।

রাঙ্গামাটির লংগদুতে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা ” শীর্ষক সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা খায়রুল ইসলাম এর সঞ্চালনায়, উপজেলা ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ মোজাম্মেল হক এতে সভাপতিত্ব করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দীন মাহমুদ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা আব্দুল মতিন, মাওলানা মুফতি ওবায়দুল্লাহ আহরার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারন কেয়ারটেকার নাছির উদ্দীন, মাওলানা জুবাইদুল হাছান, মো.কামরুল ইসলাম সহ ফাউন্ডেশনের শিক্ষক শিক্ষীকা বৃন্দ।

সভায় ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর ইসলামিক জ্ঞান ও যাকাত ফিতরা বিষয়ক বিভিন্ন বিষয়ে কুরআন হাদিসের আলোকে আলোকপাত করা হয়। এসময় বক্তারা বলেন ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যাকাত সংগ্রহ করে গরীব দুঃখির মাঝে বিতরণ করলে তা স্বচ্ছ ও সুন্দর হয়। যাদের যাকাত ফরজ হয়েছে তারা যেনো অবশ্যই যাকাত প্রদান করেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।