লংগদুতে আসছে আলোচিত বক্তা হাফিজুর রহমান কুয়াকাটা

১৫৪

মো.গোলামুর রহমান

রাঙ্গামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া কেরাতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে ৯ম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী ২৫ অক্টোবর ২০২১ রোজ সোমবার বিকাল তিনটা থেকে প্রস্তাবিত মডেল মসজিদ বাইট্টাপাড়া মাঠে হালকায়ে জিকির ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন,জামিয়া তালিমিয়া ঢাকা মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দীক কুয়াকাটা,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার,

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, ছদর. লংগদু উপজেলা মুজাহিদ কমিটি মাওলানা আব্দুল মান্নান সাহেব। সার্বিক সহযোগীতায় থাকবেন কেরাতুল কোরআন মাদ্রাসার সভাপতি হাফেজ আব্দুল মতিন সাহেব। উক্ত মাহফিলে দেশবরণ্য আরো ওলামায়েকরামগণ উপস্থিত থাকবেন।

মাহফিলে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে, হেফজ সমাপণি কোরআনে হাফেজদের দস্তরবন্দী। উক্ত মাদ্রাসায় মেয়েদের জন্যও হেফজ বিভাগ চালু করা হয়েছে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।