লংগদুতে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন টাস্কফোর্স কমিটি

৯৯

আলোকিত লংগদু ডেক্সঃ

রাঙামাটির লংগদু উপজেলার কালাপাকুজ্যা ইউনিয়ন এর বিভিন্ন স্থানে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন উপজেলা টাস্কফোর্স কমিটি ।
সোমবার(২৬জুলাই), লংগদু উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন এর নেতৃত্বে উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জুবায়ের হোসেন, উপসহকারী প্রকৌশলী সাইফুল আজিজ নাদিম, কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান মোস্তফা মিয়া ও টাস্কফোর্সের অন্যান্য সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন। উপজেলা টাস্কফোর্সের সদস্যগন আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শণ করেন এবং ঘরের বাসিন্দাদের খোজ খবর নেন।
এছাড়া ইসলামপুর গ্রামে ক্লাস্টার ভিত্তিক নির্মিত ৩৪ টি ঘরের জন্য ৬ টি গভীর নলকূপ, ইবাদত খানা, বৈঠক খানা, সীমানা প্রাচীর নির্মাণ সহ অন্যান্য কার্যক্রম শুরু করা হয়েছে দখে কমিটি সদস্যগন সন্তোষ প্রকাশ করেন।
আশ্রায়ন-২ প্রকল্পের ৩৪টি ঘর পরিদর্শন শেষে টাস্কফোর্স কমিটির সদস্যরা ইসলামপুর এলাকায় এলজিইডির সড়কের পাশের ঢালে পরীক্ষামূলকভাবে রোপনকৃত ২৫টি ‘ইকো ট্রি’ এর বাগান পরিদর্শন করা হয়। গাছগুলো এখানকার আবহাওয়ায় বেঁচে গেলে এলজিইডির বিভিন্ন সড়কের ঢালে রোপনের উদ্যোগ নেয়ার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।