লংগদুতে আরো দুজনের করোনা পজিটিভ!
সাকিব মামুন লংগদু সদর প্রতিনিধি:
রাঙ্গামাটির লংগদু উপজেলায় আরও দুই জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। আবারও বাড়তে শুরু করেছে করোনা আক্রান্ত রোগী। এনিয়ে গত একসপ্তাহের ব্যাবধানে চার জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।
লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ অরবিন্দ চাকমা জানান, বৃহস্পতিবার (২জুলাই) চট্টগ্রাম থেকে আসা রিপোর্ট অনুযায়ী লংগদু উপজেলার দুজন করোনায় আক্রান্তর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে একজন আনছার সদস্য ও অন্যজন শিক্ষার্থী।
তাদের শারীরে কিছু লক্ষণ দেখা যাওয়ার কারণে, কয়েকদিন আগে তাদের নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম পাঠানো হয়। বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে আসা নমুনার রিপোর্ট অনুযায়ী তারা দুজনে করোনা আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হয়েছি আমরা। তিনি আরও বলেন দুজনকেই প্রাতিষ্ঠানিক হোম আইশোলেসনে রাখা হয়েছে।
উল্লেখ্য ইতিপূর্বে আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে । তারা সকলেই সুস্থ এবং তাদের পরবর্তী ধাপের করোনা রিপোর্ট নেগেটিভ আসায় তারা এখন করোনা মুক্ত।