লংগদুতে আরও এক আনসার সদস্যের করোনা শনাক্ত
।। সাকিব আলম মামুন ।।
রাঙামাটির লংগদুতে নতুন করে আরো এক আনসার ব্যাটালিয়ন সদস্যের করোনা শনাক্ত হয়েছে। ক্রমশ বেড়ে চলছে লংগদুতে করোনা আক্রান্তের সংখ্যা।
লংগদু উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৭ জুলাই বাইট্টাপাড়া ৩৬ আনসার ব্যাটেলিয়নের দুইজন সদস্য এর করোনা উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম ল্যাবে পাঠানো হয়।
বুধবার(২৯ জুলাই), ঐ দুই আনসার সদস্যের রিপোর্ট আসে। তার মধ্যে ১ জনের করোনা রির্পোট পজিটিভ এসেছে। এনিয়ে লংগদুতে মোট আক্রান্তের সংখ্যা ১৩ জন।
লংগদু স্বাস্থ্য বিভাগ জানায়, আজকের রিপোর্ট অনুযায়ী লংগদুতে এপর্যন্ত ১৩ জনের করোনা রির্পোট পজিটিভ এসেছে। তার মধ্যে ৯ জনই করোনামুক্ত হয়েছেন। এবং বাকি ৩ জন প্রশাসনের নির্দেশ মোতাবেক হোম কোয়ারান্টাইনে রয়েছেন ও তাদের শারীরিক অবস্থা সুস্থ ও স্বাভাবিক আছে। তবে লংগদুতে এপর্যন্ত করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।