লংগদুতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন
।। আলোকিত লংগদু ডেক্স ।।
“দূর্যোগে আগাম সতর্কভার্তা সবার জন্য কার্যব্যাবস্থা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে রেলী ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর), উপজেলা পরিষদের প্রান্ত থেকে রেলী বের হয়ে প্রধান সড়ক ঘুরে এসে উপজেলা পরিষদের কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়
উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও জনি রায় এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
বক্তব্য দেন, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, উপজেলা শিক্ষা কর্মকর্তা এম কে ইমাম উদ্দিন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, আটারকছড়া ইউপি চেয়য়ান অজয় চাকমা মিত্র চাকমা, লংগদু সদর ইউপি চেয়ারম্যান বিক্রম চাকমা (বলি) সহ বিভিন্ন কর্মকর্তা ও শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
#
১৩.১০.২২#০১৫৫৩৫৬৮৮৪১
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।