লংগদুতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
সাকিব আলম মামুন, লংগদু
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো “তথ্য আমার অধিকার জানা আছে কি সবার”।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় লংগদু উপজেলা পরিষদের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইনুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক সরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. অরবিন্দ চাকমা, লংগদু থানা অফিসার ইনচার্জ আরিফুল আমিন সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
সভায় বক্তারা তথ্য অধিকার সম্পর্কিত বিষয়ের উপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, তথ্য অধিকার আইন একটি জনকল্যাণকর আইন। দেশের সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সব স্তরে দুর্নীতি দূরীকরণের একটি কার্যকর হাতিয়ার হিসেবে তথ্য অধিকার আইনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।