লংগদুতে আওয়ামিলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন 

২১৪

।। আলোকিত লংগদু ডেক্স ।।

ডিজিটাল বাংলাদেশের রুপকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলা আওয়ামিলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মুনাজাতের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর), উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় ভারপ্রাপ্ত উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোঃ সেলিম উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু এর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামিলীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল জিয়া, সাবেক যুগ্ন সম্পাদক আজগর আলী, আইন বিষয়ক সম্পাদক খলিলুর রহমান খান, মহিলা আওয়ামীলীগের সভাপতি তানিয়া আফরোজ হাওয়া, গুলশাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল মামুন (প্রমুখ)।

এছাড়া উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য সুভাষ চন্দ্র দাস,

সহসভাপতি অহিদুর রহমান সাগর, সহসভাপতি হোসেন আলী মেম্বার, রাঙামাটি জেলা পরিষদ সদস আছমা বেগম উপস্থিত ছিলেন ।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে উত্তরোত্ত্বর সাফল্য কামনা করে দোয়ার মুনাজাতের শেষে জন্মদিনের কেক কাটা হয়।

এসময় অাওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

#

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।