লংগদুতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

২৪৪

।। দৈনিক আলোকিত লংগদু ডেক্স।।
রাঙামাটির লংগদু উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বরিবার(১৭ জানুয়ারি), লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব ও সভা পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার।
আন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম আমিন, গুলশাখালী ইউপি চেয়ারম্যান আবু নাছির, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহম্মদ, বগাচতর ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ, সহ বিভিন্ন কর্মকর্তাগন বক্তব্য রাখেন।
এসময় উপজেলার, উপজেলা ভাইস চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, হেডম্যান প্রতিনিধি ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও আইন শৃঙ্খলা কমিটির নিয়মিত সদস্যগন উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।