লংগদুতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২২৮

।। আলোকিত লংগদু ডেক্স ।।

রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর), লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অাকিব ওসমান এর সভাপতিত্বে বক্তব্য দেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন, লংগদু উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, গুলশাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, শিক্ষক, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা বক্তব্য দেন। এসময় বিভিন্ন জনপ্রতিনিধি, বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিগন ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির নিয়মিত সদস্যগন উপস্থিত ছিলেন। সভায়, ইউএনও আকিব উসমান বলেন, বর্তমানে আমাদের লংগদু উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আগামীতেও যাতে এর ধারাবাহিকতা বজায় থাকে তার জন্য সকলের একান্তভাবে সহযোগিতার প্রয়োজন। তিনি আরো বলেন, এলাকায় মাদক, ইভটিজিং, নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের কঠোরতা থাকবে। এক্ষেত্রে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। তিনি এব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।