লংগদুতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৬৮

।। আলোকি লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর), লংগদু উপজেলা সদরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত অাইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব উসমান এর সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
অতিথি হিসেবে বক্তব্য দেন, লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু।
এছাড়াও বগাচতর ইউপি চেয়ারম্যান আবুল বশর, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, সাংবাদিক আরমান খান সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগন বক্তব্য দেন।
বক্তারা, সকলের সমন্বিত উদ্যোগে লংগদু উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্থিতিশীল বঝায় থাকে এবং মাইনীমুখ – লংগদু সড়কের কাজটি যাতে দ্রুত শেষ করা যায় সে ব্যাপারে সংশ্লিষ্টদের নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হবে বলে জানায়।
এসময় উপজেলা বিভিন্ন অাইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান গন সহ আইন শৃঙ্খলা কমিটি নিয়মিত সদস্যগন উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।