লংগদুতে আইন শৃঙ্খলা কমিটির সভা

১১৫

লংগদুতে আইন শৃঙ্খলা কমিটির সভা

।।আলোকিত লংগদু ডেক্স ।।
লংগদু উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলা সদরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
অন্যান্যদের মধ্যে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ অরবিন্দ চাকমা সহ রাজনগর বিজিবি জোনের প্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনী প্রতিনিধিগন বক্তব্য রাখেন।
এসময় উপজেলা বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও কমিটির নিয়মিত সদস্যগন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, লংগদুতে ইউপি নির্বাচনোত্তর আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল রয়েছে। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকলকে সচেতনতর সাথে কাজ করতে হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।