লংগদুতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লংগদুতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
।। আলোকিত লংগদু ডেক্স।।
রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনরে উদ্যেগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার(২৯ মে), লংগদু উপজেলা সদরে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিঃ দায়িত্ব) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায়। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডাক্তার মোঃ শাহিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, বগাচতর ইউপি চেয়ারম্যান আবুল বশর, কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক দেওয়ান, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, গাঁথাছড়া বায়তুশ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহম্মদ, লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান। এছাড়া বিভিন্ন কর্মকর্তাগন বক্তব্য দেন।
এসময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত সদস্যগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।