লংগদুতে অসহায় ও ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ

১৪৪

 

আলোকিত লংগদু ডেক্স :
রাঙামাটির লংগদুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দুর্যোগে ক্ষতিগ্রস্থ ও অসহায় পরিবারে সদস্যদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
রবিবার(১২সেপ্ট্বের), ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২২জন ক্ষতিগ্রস্থ ও অসহায় পরিবারের সদস্যদের মাছে এই নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়।
উপজেলা পরিষদরে সামনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাইনুল আবেদীন নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হোসেন উপস্থিত ছিলেন। এতে পরিবারপ্রতি নগদ তিন হাজার টাকা ও ১ বান্ডেল করে ঢেউটিন প্রদান করা হয়।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।