লংগদুতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি

২৩২

 

মো.গোলামুর রহমান

রাঙ্গামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সহায়তা প্রদান করেছে লংগদু উপজেলা বিএনপি।

সোমবার( ২৩ জানুয়ারি) সকাল ১১টার সময় লংগদু উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে বাইট্টাপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সহায়তা প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দিপেন তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবু নাছির,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরনবী,জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়েম, নানিয়াচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক দেবমতি চাকমা সহ উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় অগ্নিকাণ্ডে সর্বমোট ৩১ জন ক্ষতিগ্রস্তদের মাঝে জন প্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল,১ কেজি চিনি,১ লিটার তৈল,২ কেজি আলু,১ কেজি লবণ,১ কেজি আটা,২ কেজি পিঁয়াজ, বিতরণ করা হয়।

উল্লেখ্য গত ২১জানুয়ারি সন্ধ্যা ৫ টার সময় অনাকাঙ্ক্ষিত অগ্নিসংযোগে লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে ৩১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ ধারণা করা হচ্ছে প্রায় ৩কোটি টাকা। তারই প্রেক্ষিতে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।