রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীেদের বিদায়ী দোয়া ও আলোচনা সভা
রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীেদের বিদায়ী দোয়া ও আলোচনা সভা
।। আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদুতে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২১ সালের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১০ নভেম্বর), উপজেলার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে সল্প পরিসরে আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিম এতে সভাপতিত্ব করেন।
বিদ্যলায়ের সহকারী প্রধান শিক্ষক আল মামুন ইবনে মিজান এর পরিচালনায় প্রধান অতিথির ব্ক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু চৌধুরী।
বিশেষ অতিথির ব্ক্তব্য রাখেন, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আমিন, ইবনেসিনা ট্রাস্টের লংগদু হাসপাতাল প্রজেক্ট কোঅডিনেটর নুরুল ইসলাম শাহিন, লংগদু প্রেস ক্লাবের সভাপতি ও রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ এখলাস মিঞা খান, লংগদু সরকারী মডেল ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ হারুনুর রশীদ, বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য এএলএম সিরাজুল ইসলাম, সিঃ সহকারী শিক্ষক আক্তারুজ্জামান।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, শিক্ষক নুরুন্নবী ও মাওলানা সিরাজুল ইসলাম।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।