রাত পার হলেই লংগদু সদর ইউপি‘র উপ নির্বাচন

১৫৩

।। ও.এফ. মুছা ।।

রাত পারহলেই বুধবার (২৭ জুলাই) অনুষ্ঠিত হবে রাঙামাটির লংগদু উপজেলার ৭নং লংগদু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচন। এ ইউনিয়নের চেয়ারম্যান পুলিন মিত্র চাকমা (আদু) গত ২৭ ফেব্রুয়ারী মারা যাবার পর শুন্য আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পাঁচ জন। প্রতিদ্বন্ধি প্রার্থীরা হলেন জহিরুল আলী মিলন (মোটর সাইকেল), সাইফুল ইসলাম (আনারস), রতন কুমা চাকমা (ঘোড়া), প্রণব চাকমা মহাদেব (চশমা), বিক্রম চাকমা বলি (টেলিফোন)। তবে আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়ে যাওয়ায় স্বতন্ত্র পাঁচ প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্ধিতা হবে।

ইতোমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রির্টানিং কর্মকর্তা জমির হোসেন আজকের পত্রিকাকে জানান, মোট ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোট কেন্দ্রে ৯জন প্রিজাইডিং অফিসার, ৩৩জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬৬জন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করবেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।