রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক রাঙ্গাপানিছড়া থেকে অবৈধ সেগুন ও গামারী কাঠ উদ্ধার

৮৪

আলোুকিত লংগদু ডেস্ক:

প্রেস বিজ্ঞপ্তি

রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় অবৈধ ১২০ ঘনফুট সেগুন ও গামারী কাঠ উদ্ধার, যার আনুমানিক মূল্য ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা।

অদ্য ০৩ জানুয়ারি ২০২৩ তারিখ আনুমানিক ১১০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক বিএ-৭১২০ লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি এর দিক নির্দেশনায় ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার বিজিডিও-২৬৮ সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল চাইল্যাতলী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার রাঙ্গাপানিছড়া (জিআর-৩১৭৩৫২ এমএস ৮৪ বি/৫) নামক স্থানে অভিযান পরিচালনা করে আসামী বিহীন পরিত্যক্ত অবস্থায় ১২০ সিএফটি সেগুন ও গামারী গোল কাঠ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা। উদ্ধারকৃত কাঠ রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক এই ধরণের চোরাচালানী, মাদক, নারী পাচার বিরোধী আভিযানিক কাযক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।