রাজনগর বিজিবি জোনের সহায়তা পেলো শতাধিক পরিবার
মো. গোলামুর রহমান,
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটির লংগদু উপজেলার রাজনগর বিজিবি জোনের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ত্রাণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং ১৪জন কে নগদ অর্থ অনুদান দেওয়া হয়।
সোমবার (১৫ আগস্ট) সকাল ১১টার সময় রাজনগর জোনে শতাধিক পরিবারের মাঝে উক্ত সেবা কার্যক্রম প্রদান করা হয়।
রাজনগর জোন অধিনায়ক লে.কর্নেল হাছানুর রহমান পি এস সি এর উপস্থিতিতে ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল,ডাল,তেল,পেয়াজ,সহ নিত্য পণ্য সামগ্রী। ত্রাণ সামগ্রী পেয়ে সাধারণ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এছাড়াও ক্যাপ্টেন রসুল আমিন মেডিকেল অফিসার এর দায়িত্বে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক হাফিজুর রহমান।
জোন অধিনায়ক লে.কর্নেল হাছানুর রহমান বলেন, আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আমরা এ সেবা প্রদান করছি। ভবিষ্যতও সাধারণ মানুষের সেবায় আমাদের এরকম কার্যক্রম অব্যহত থাকবে। এসময় বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছেন তিনি।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।