রাজনগর জোন কর্তৃক শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ও ৪জন নওমুসলিমকে আর্থিক অনুদান প্রদান।

0 ১,৪২৩

মো.গোলামুর রহমান,লংগদু(রাঙ্গামাটি)

রাঙ্গামাটির লংগদু উপজেলার রাজনগর ৩৭ বিজিবি জোনের পক্ষ হতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিজিবি জোনের দায়িত্বপূর্ণ এলাকার শতাধিক অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

সোমবার ( ২৬ জুন) বেলা ২টাই রাজনগর ব্যাটালিয়ন মাঠে স্থানীয় সাধারণ মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও নওমুসলিমদের উক্ত ঈদ উপহার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় শতাধিক পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান ও ৪জন নওমুসলিমকে ঈদ সামগ্রী ও চিকিৎসা সেবার জন্য আর্থিক অনুদান তাদের হাতে তুলেদেন, রাজনগর জোনের জোন অধিনায়ক লে.কর্নেল শাহ্ মোহাম্মদ শাকিল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন, অত্র জোনের সহকারী পরিচালক হাফিজুর রহমান সহ ব্যাটালিয়নের বিভিন্ন পদবির অফিসার বৃন্দ।

জোন অধিনায়ক সকলের উদ্দেশ্যে বলেন,মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে বিজিবি, অত্র এলককার অসহায়, দুঃস্থ এবং শিক্ষা চিকিচসহ সকল ক্ষেত্রে সাধারন মানুষের পাশে আছে বিজিবি। এছাড়াও জোন অধিনায়ক বলেন, সকল প্রকার চোরা চালান, মদকদ্রব্য, অবৈধ ভাবে বন ধবংস করা, পাহাড় কাটা এসব বিষয়ে আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।